অসহায়দের জন্য আইনি লড়াই বিনামূল্যে লড়বেন সুপ্রিম কোর্টের এডভোকেট আবু বকর ছিদ্দিক

রফিকুল ইসলাম (রিজভী), নাইক্ষ্যংছড়ি।।

কক্সবাজার জেলার রামুর প্রত্যন্ত অঞ্চল কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়ার কীর্তি সন্তান এডভোকেট আবু বকর ছিদ্দিক (রিমন), বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে নিবন্ধিত হওয়ার খবরে তার পরিবার সহ পুরো ইউনিয়নে বইছে আনন্দের হাওয়া!

সদ্য নিবন্ধন পাওয়া এডভোকেট আবু বকর ছিদ্দিক জানান, আমি বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে সত্যের পক্ষে লড়বো, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করবো।

কোর্টের পরিক্ষা দেওয়া আগে আমার এলাকার বা দেশের সাধারণ অসহায় মানুষের জন্য আমি সম্পূর্ণ ফ্রিতে সেবা দিবো বলে প্রতিজ্ঞা করেছি। সকলের কাছে দোয়া কামনা করছি।

গত ৫/৮/২২ ইং অনুষ্টিত হওয়া সুপ্রিমকোর্টের পার্মিশন পরিক্ষায় অত্যন্ত সফলতার সাথে পাস করছেন তিনি।সুপ্রিমকোর্টে তার নিবন্ধনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আনন্দের রোল পড়ে যায়।এডভোকেট আবুবকর ছিদ্দিক (রিমন) তিতার পাড়া আলহাজ্ব আবুল ফজলের বড় ছেলে। তাঁর বাবা আলহাজ্ব আবুল ফজল অত্যন্ত ত্যাগ-তিতিক্ষা শিকার করে তার বড় ছেলেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।এইজন্য এলাকার ছোট বড় সবাই তাঁর বাবার প্রশংসায় পঞ্চমুখ।

উল্লেখ্য যে, এডভোকেট আবু বকর ছিদ্দিক আগে ঢাকা মহানগর দায়রাজজ আদালতে এডভোকেট হিসেবে কাজ করতেন।
তিনি প্রাথমিক শিক্ষা নাইক্ষ্যংছড়ি বিজি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা ও গর্জনিয়া উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শেষ করে। চট্টগ্রাম পাড়ি জমান, সেখান চটগ্রাম বিএফ শাহিন কলেজে উচ্চ মাধ্যমিক পড়েন। সর্বশেষ অনার্স মাস্টার্স পাশ করেন ঢাকা ইসলামী ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অভ বাংলাদেশ থেকে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.