ময়নাতদন্তের জন্য ঢামেকে কর্নেল আজাদের মরদেহ

ওয়ান নিউজঃ র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে.কর্নেল আবুল কালাম আজাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত ময়নাতদন্ত হবে। তারপর লাশ গোসলের জন্য আবারও নেওয়া হবে সিএমএইচ-এ।

শুক্রবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান।

সেখান থেকে মিরপুরে তার মায়ের বাসায় লাশ নেওয়ার সম্ভাবনা আছে। এরপর শুক্রবার বাদ জুমা ক্যান্টমেন্ট জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে তার মরদেহে রাষ্ট্রপতি ও অন্যান্য বাহিনীর রাষ্ট্রিয় সম্মান জানানোর পর লাশ নেওয়া হবে র‌্যাবের হেড কোয়ার্টারে। নিজ বাহিনীর সদস্যদের সম্মান জানানোর পর বিকেলে বনানী কবরস্থানে লাশ দাফন করার কথা।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল কালাম আজাদ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.