৫৯৫ রানে বাংলাদেশের ইনিংস ঘোষণা

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ ৬ উইকেটে ৫৪২ রান নিয়ে খেলতে নামা মুশফিকের দল শনিবার সকালে যোগ করেছে আরও ৫৩ রান। একটি মাত্র উইকেট হারিয়েছে। ফিরে গেছেন তাসকিন আহমেদ (৩)।

১০ রানে দিন শুরু করা সাব্বির রহমানও সাকিব-মুশফিকের পথে হাঁটার চেষ্টা করছিলেন। ইংল্যান্ডের সাথে এইতো গত অক্টোবর মাসে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসে অর্ধশতকের দেখা পাওয়া সাব্বির এক টেস্ট পর আবার হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন।

তার ব্যাট পঞ্চাশ ছুঁয়েছে। সাব্বিরের ব্যাট পঞ্চাশ ছুঁতেই ইনিংস ঘোষণা। আজ সকালে এক ঘণ্টায় সাব্বিরের সাবলীল ব্যাট চালনা আর কিউই ফিল্ডারদের আলগা ফিল্ডিং- দুয়ে মিলে ৬০ মিনিটে ৫৩ রান যোগ হলো।

এর পরপরই ইনিংস ঘোষণা। শেষ পরিনতি কি হবে? তার জবাব দেবে সময়। তবে আগের দিনের অমন সোনালি সাফল্য আর একগুচ্ছ রেকর্ডে মোড়ানো দিনের ধারাবাহিকতা হাওয়ায় মিলিয়ে যায়নি।

কারো কারো সংশয়-সন্দেহ ছিল, আজ তৃতীয় দিন সকালে সে ধারাবাহিকতা বজায় নাও থাকতে পারে। তৃতীয় দিন সকাল সকাল হয়তো অল্প সময় ও সংগ্রহে ইনিংসের বাকি উইকেটের পতন ঘটবে মুশফিক বাহিনীর। সেটাও অসাড় প্রমাণ হয়েছে।

আগের দিনের ধারাবাহিকতা হারিয়ে যায়নি। বজায় ছিল। আর তা ছিল বলেই তো তৃতীয় তিন প্রথম ঘণ্টায় মাত্র এক উইকেট হারানো। শুধু তাই নয়, নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের প্রায় দুই দিন ফিল্ডিং করিয়ে তারপর বাংলাদেশের ইনিংস ঘোষণা। তাও ৮ উইকেটে ৫৯৫ রানে।

সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ ১ম ইনিংস: ১৫২ ওভারে ৫৯৫/৮ ইনিংস ঘোষণা (তামিম ৫৬, ইমরুল ১, মুমিনুল ৬৪, মাহমুদউল্লাহ ২৬, সাকিব ২১৭, মুশফিক ১৫৯, সাব্বির ৫৪*, মিরাজ ০, তাসকিন ৩, রাব্বি ৬*; বোল্ট ২/১৩১, সাউদি ২/১৫৮, ডি গ্র্যান্ডহোম ০/৬৫, ওয়াগনার ৪/১৫১ স্যান্টনার ০/৬২, উইলিয়ামসন ০/২০)।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.