৩১২ রানেই অলআউট বাংলাদেশ
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথম ইনিংসে ৩১২ রানে অলআউট বাংলাদেশ। অবশ্য ফলোঅনের লজ্জায় পড়তে হয়নি টাইগারদের। তবে প্রথম ইনিংসে স্বাগতিকদের চেয়ে এখনও ১৮২ রানে পিছিয়ে টাইগাররা।
দলের পক্ষে সর্বোচ্চ ৮৫ রান করেন অধিনায়ক মুশফিকুর রহিম। আর ৪১ করে ফিরে যান মিরাজ। এ জুঁটির বিদায়ের পরপরই ৩১২ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
এর আগে গল টেস্টের প্রথম ইনিংসে ৪৯৪ রানে থামে শ্রীলঙ্কা। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ১৯৪ রান করেন মেন্ডিস। দ্বিতীয় সর্বোচ্চ ৮৫ রান আসে আসেলা গুনারত্নের ব্যাট থেকে। দলকে ৭৫ রান উপহার দেন নিরোশান ডিকওয়েলা।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১২৯.১ ওভারে ৪৯৪ (করুনারত্নে ৩০, থারাঙ্গা ৪, মেন্ডিস ১৯৪, চান্দিমাল ৫, গুনারত্নে ৮৫, ডিকভেলা ৭৫, পেরেরা ৫১, হেরাথ ১৪, লাকমল ৮, সান্দাকান ৫, কুামারা ০; মুস্তাফিজ ২/৬৮, তাসকিন ১/৭৭, শুভাশীষ ১/১০৩, সাকিব ১/১০০, সৌম্য ০/৯, মাহমুদউল্লাহ ০/১০)
বাংলাদেশ ১ম ইনিংস: ৯৭ ওভারে ৩১২ (তামিম ৫৭, সৌম্য ৭১, মুমিনুল ৭, মুশফিক ৮৫, সাকিব ২৩, রিয়াদ ৮, লিটন ৫, মিরাজ ৪১, তাসকিন ০, শুভাশীষ ০, মোস্তাফিজ ৪; লাকমল ১/৪২, কুমারা ১/৭০, পেরেরা ৩/৫৩, হেরাথ ২/৭২, সান্দাকান ১/৬৯)
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.