স্মার্টকার্ড নকলের সুযোগ নেই : সিইসি
চট্রগ্রাম প্রতিনিধিঃ ‘দায়িত্ব নেয়ার পর এখন পর্যন্ত আমরা সুন্দরভাবে নির্বাচন পরিচালনা করেছি। সামনে যে নির্বাচন পরিচালনা করার পরিকল্পনা সেগুলোও আশা করি ভালভাবে হবে। আশা করি আমাদের কার্যক্রম ভাল হবে। আর যদি ভাল হয়, তাহলে আমার বিশ্বাস যে সব রাজনৈতিক দল নির্বাচন কমিশনের উপর আস্থা রাখবে। ‘নির্বাচনে যারা কাজ করবেন তাদের সঙ্গে মিটিং করেছি।
তারা আশ্বস্ত করেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে থাকবে। আগামী সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে। আশাকরি, আগামী সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হবে। নিরাপদে যাতে সবাই ভোট দিতে পারেন এবং ভোট দিয়ে ফিরে যেতে পারেন, সেই ব্যবস্থা করব বলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
আজ চট্টগ্রাম সার্কিট হাউজে স্মার্ট জাতীয় পরিচয় পত্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের শ্লোগান ছিলো, “স্মার্ট জাতীয় পরিচয় পত্র করে, পরিচয় দিবো গর্বভরে।
চট্টগ্রামের জেলা প্রশাসক সামশুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাৎ হোসেন চৌধুরী, চট্টগ্রম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আবদুল্লাহ, এনআইডি উইংয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম এবং উপ-পরিচালক আব্দুল বাতেন।
উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন, চেম্বার অব কমার্স এর সভাপতি মাহাবুবুল আলম তালুকদার সহ মহানগরের সকল কাউন্সিলর বৃন্দ।
পরে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী এবং বর্তমান মেয়র আ.জ.ম নাছির উদ্দিনকে আনুষ্ঠানিকভাবে স্মার্ট কার্ড প্রদান করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.