সোমালিয়ায় দুর্ভিক্ষে শতাধিক লোকের মৃত্যু
ওয়ান নিউজ ডেক্সঃ সোমালিয়ায় দুর্ভিক্ষে গত দুই দিনে শতাধিক লোক মৃত্যুবরণ করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, তীব্র ক্ষরায় দক্ষিণ সোমালিয়ার পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে ডায়ারিয়ার প্রাদুর্ভাব।
ফেব্রুয়ারি মাসেই জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ এক পূর্বাভাসে বলেছিল, ক্ষরায় এবছর অন্তত ২৭ হাজার শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত হতে পারে। সোমালিয়ার প্রধানমন্ত্রী হাসান আলী খায়ের জানান, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সামুদ্রিক এলাকায় ১১০ জনের বেশি লোক খাদ্যাভাবে মারা গেছেন।
এর আগে গত মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ খরাকে জাতীয় দুর্যোগ বলে ঘোষণা দেয়।
এদিকে জাতিসংঘ আফ্রিকার এ অঞ্চলের ৫ মিলিয়ন মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছে বলে জানিয়েছে। এই তথ্যের মধ্য দিয়ে ওই অঞ্চলে দুর্ভিক্ষের আভাসই দিয়েছে সংস্থাটি।
এর আগে ২০১১ সালে দুর্ভিক্ষে সোমালিয়ায় অন্তত ২ লাখ ৬০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.