সিরিয়ায় গাড়ি বোমা হামলায় নিহত ৪১

ওয়ান নিউজ ডেক্সঃ সিরিয়ার আল বাব শহরের কাছে  তুরস্ক-সমর্থিত সিরীয় বিদ্রোহীদের একটি নিরাপত্তা তল্লাশি চৌকিতে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের গাড়িবোমা হামলায় ৪১ জন নিহত হয়েছেন।

শুক্রবারের এই হামলায় নিহতদের মধ্যে ৩৫ জন বেসামরিক ও ছয় জন বিদ্রোহী বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। আল বাবের উত্তর-পশ্চিমে সৌসিয়ান গ্রামে হামলার ঘটনা ঘটে। এতে আরো বহু মানুষ আহত হয়েছেন বলে স্থানীয়সূত্রে জানা গেছে।

এর আগে তুর্কি-সমর্থিত বিদ্রোহীরা বৃহস্পতিবার আল বাব থেকে আইএস জঙ্গিদের বিতাড়িত করেছিল। উত্তর-পশ্চিম সিরিয়ায় আইএসের সর্বশেষ উল্লেখযোগ্য ঘাটি ছিল আল বাব। কয়েক সপ্তাহের তীব্র লড়াইয়ের পর নিকটবর্তী ছোট শহর কাবাসিন ও আল বাজেহ থেকেও আইএস জঙ্গিদের হটিয়ে দেয় তুর্কি-সমর্থিত বিদ্রোহীরা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.