সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে বেনাপোলে মানববন্ধন ও প্রতিবাদ সভা

ইয়ানুর রহমান : দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে হত্যাকারিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বেনাপোলে মানববন্ধন করেছে সাংবাদিকরা। মানববন্ধনে বেনাপোল, শার্শা ও বাগআঁচড়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সোমবার বেলা ১২ টার সময় বেনাপোল কাষ্টমস হাউজের সামনে সমকালের সুহৃদ সমাবেশের আয়োজনে সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচিতে অংশগ্রহন করেন প্রেসক্লাব বেনাপোল, বন্দর প্রেসক্লাব বেনাপোল প্রেস ক্লাব, প্রেসক্লাব শার্শা, প্রেসক্লাব বাগআঁচড়া ও শার্শা সাংবাদিক কল্যান ফোরামের সাংবাদিকবৃন্দরা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মহসিন মিলন, সিনিয়র সহ- সভাপতি যুগান্তর একুশে টেলিভিশনের সাংবাদিক আলহাজ¦ জামাল হোসেন, শার্শা প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারন সম্পাদক ইয়ানুর রহমান, বন্দর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আজিজুল হক, নয়াদিগন্তের সাংবাদিক এম এ মান্নান, সমকালের বেনাপোল প্রতিনিধি সাজেদুর রহমান, ইনডিপেন্ডডেন্ট টেলিভিশনের সাংবাদিক আব্দুর রহিম, শার্শা সাংবাদিক কল্যান ফোরামের সভাপতি আমিনুর রহমান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হেদায়েতুল্লাহ, বেনাপোল বন্দর প্রেস ক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, সাংবাদিক শাহনেওয়াজ মল্লিক স্বপন, সাহাবুদ্দিন আহম্মেদ প্রমুখ।

মানব বন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে সাংবাদিক শিমুল হত্যাকারির বিশেষ ট্রাইবুনালের মাধ্যমে দ্রæত বিচারের আওতায় এনে পৌর মেয়র হালিমুল হক মিরুকে ফাঁসির দাবি জানান। তার বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.