সম্পুর্ন সুস্থ হতে চট্রগ্রাম মেয়রকে ২১ দিন বিশ্রামে থাকতে হবে
জে,জাহেদ, ব্যুরোচিফ চট্রগ্রাম
পা পিছলে বাম পা ও কোমরে আঘাত পেয়েছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সুত্রে জানা যায়, ইতিমধ্যে কয়েকজন প্রফেসর ও একজন অর্থপেডিক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে বর্তমানে চিকিৎসা চলছে।
এ বিষয়ে পরামর্শ দিয়েছেন প্রফেসর ইকবাল মাহমুদ,অর্থপেডিক্স বিশেষজ্ঞ প্রফেসর বিজন চন্দ্র সেন, প্রফেসর আলোক চৌধুরী, নাক কান গলা ডাঃ মুজিবুল হক খাঁন।
তবে সার্বক্ষনিক মেয়রের পর্যবেক্ষন থাকা ডা: মুজিবুল হক খান জানান,সম্পুর্ন সুস্থ হতে মাননীয় মেয়রকে আরো ২১ দিন বিশ্রামে থাকতে হবে।
তবে বর্তমানে কোমরের সমস্যা উন্নতির দিকে। তেমন কোন সমস্যা নেই বলে জানান তিনি। গত শুক্রবার (০১ সেপ্টেম্বর) সকাল সাতটায় বাসায় পা পিছলে পড়ে কোমরে আঘাত পান চট্রগ্রাম সিটি মেয়র। বর্তমানে নিজ বাসায় বিশ্রামে রয়েছেন।
এ খবরে ইতিপুর্বে শহরের নানা শ্রেণীপেশার মানুষ, এমনকি দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান মেয়রের বাসায় এসে দেখে গিয়েছেন।
সাক্ষাতে মেয়র এ সময় অস্ট্রেলিয়ার বিপক্ষে সকল খেলোয়াড়দের ভাল খেলা উপহার দেওয়ার আশা প্রকাশ করেন ।
ক্রীড়াপাগল মেয়র আ জ ম নাছির উদ্দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস),নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
এদিকে বাম পা ও কোমরের চিকিৎসায় বর্তমানে চিকিৎসকদের পরামর্শে নিজ বাসায় পূর্ণ বিশ্রামে রয়েছেন বলে জানা যায়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.