সন্ত্রাস মাদক নির্মূলে আনসার-ভিডিপিকে নির্দেশ: প্রধানমন্ত্রী

ওয়ান নিউজঃ জঙ্গি সন্ত্রাস ও মাদক নির্মূল করতে আনসার ও ভিডিপি সদস্যদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৭তম জাতীয় সমাবেশে তিনি এ নির্দেশ দেন।

অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী জিপে কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে সালাম গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে আনসার বাহিনীর মনোমুগ্ধকর যন্ত্র সংগীত শোনেন।

প্রধানমন্ত্রী তার দিক নির্দেশনাপূর্ণ ভাষণে দেশের উন্নয়নে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।

ভাষণে তিনি বলেন, ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় উন্নত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। এ লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার। এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরে শেখ হাসিনা আগামীর কর্মপরিকল্পনাও জানান।

পরে প্রধানমন্ত্রী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে পদক বিতরণ করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.