সজলের সঙ্গে দুই নাটকে স্নিগ্ধা মোমিন
ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ সজলের বিপরীতে একসঙ্গে দুটি নাটকে অভিনয় করলেন অভিনেত্রী স্নিগ্ধা মোমিন। নাটক দুটি হচ্ছে ‘এলোমেলো ইচ্ছেগুলো’ এবং ‘গল্পটি ছোট’। দুটি নাটকই পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। সম্প্রতি এগুলোর শুটিং শেষ হয়েছে, প্রচার হবে আগামী ঈদে যেকোনো বেরসকারি চ্যানেলে।
‘এলোমেলো ইচ্ছেগুলো’ নাটকটি নির্মিত হয়েছে মধ্যবিত্তের দাম্পত্য জীবন নিয়ে। আর ‘গল্পটি ছোট’ নাটকটি নির্মিত হয়েছে পাত্রপাত্রীর বিয়ের পূর্বে যেসব ঘটনা ঘটে তাই নিয়ে। দুটি নাটকে অভিনয় করেছেন বেশ তৃপ্তি পেয়েছেন স্নিগ্ধা মোমিন। জাগো নিউজের সঙ্গে আলাপে তেমনটাই জানালেন।
স্নিগ্ধা মোমিন বলেন, ‘এলোমেলো ইচ্ছেগুলো’ মধ্যবিত্ত স্বামী-স্ত্রীর নাটকে দেখানো হয়েছে মধ্যবিত্ত ঘরের স্ত্রীরা সুখী নাকি ধনীর ঘরের স্ত্রীরা সুখী। অন্যদিকে ‘গল্পটি ছোট’ নাটকটি অনেকটা কমেডি ধাঁচের। এখানে বিয়ের আগে ছেলে-মেয়ে দুই পরিবারের মধ্যে যে মজার ঘটনা ঘটে তাই ফুটে উঠবে।’
তিনি বলেন, ‘খুব ভালো লেগেছে কাজ দুটি করে। আর সজল ভাইয়ের সঙ্গে এর আগের ঈদে ‘দেখা না দেখা’ নামের একটি নাটকে অভিনয় করেছিলাম। এবারের কাজ দুটিও দর্শকদের কাছে ভালো, এমনটাই আশা করছি।’
এর আগে দীপ্ত টিভির ‘পালকী’ সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্র পালকী-তে অভিনয় করে আলোচনায় এসেছিলেন স্নিগ্ধা মোমিন। কয়েক মাস আগে তিনি সিরিয়ালটি থেকে বেরিয়ে আসেন। এরপর নিয়মিত নাটকে কাজ করছেন।
‘ছলে বলে কৌশলে’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। বললেন, ‘আগে শুধু একটি গন্ডির মধ্যে কাজ করতে হত। কিন্তু এখন বিভিন্ন নির্মাতা, অভিনেতাদের সঙ্গে কাজ করছি। নতুন অভিজ্ঞতা হচ্ছে। আগামীতে ঈদের জন্য আরও কিছু নাটকে অভিনয়ের কথা চলছে। আমি সবকিছুই এনজয় করছি।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.