সজলের বিপরীতে কলকাতার পামেলা

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ ‘পামেলা ভুতোরিয়া`। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০১৫-এর আসর উপস্থাপনা করেছিলেন ভারতের এই জনপ্রিয় উপস্থাপিকা। উপস্থাপনার পাশাপাশি মডেলিং ও অভিনয় করেও  তিনি জনপ্রিয়তা পেয়েছেন।

এবার প্রথমবারের মতো বাংলাদেশের একটি টেলিফিল্মে সজলের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন পামেলা। টেলিফিল্মের নাম ‘অনুপমা’। আলম আশাদ মিন্টুর পরিচালনায় টেলিফিল্মটিতে  নাম ভূমিকায় অভিনয় করবেন পামেলা।

এ প্রসঙ্গে পামেলা বলেন, গল্পটা  আমার পছন্দ হয়েছে। রোমান্টিক-থ্রিলার গল্প। এখানে আমার চরিত্রের নাম ‘অনুপমা’। আমি টেলিফিল্মের নামভূমিকায় অভিনয় করছি।

তিনি আরো বলেন, টেলিফিল্মের শুটিং কলকাতায় হবে। এপ্রিলের শেষে শুটিং হওয়ার কথা রয়েছে। টেলিফিল্মটি নিয়ে আমি অনেক উচ্ছ্বসিত। বাংলাদেশে শুটিং হলে অনেক ভালো হতো। সবার সঙ্গে আবারও দেখা হতো। এছাড়া বাংলাদেশের চিতই পিঠা অনেক মিস করি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.