শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি বড় কোনো চমক ছাড়াই দুই ম্যাচ টেস্টের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। দলে ফিরেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এবং পেসার রুবেল হোসেন।
চলমান বিসিএলে জাতীয় দলের বাইরে থাকা বেশ কিছু ক্রিকেটার ভালো পারফর্ম করায় গুঞ্জন ছিল শ্রীলঙ্কা সফরের দলে দেখা যেতে পারে তাদের। তবে লঙ্কানদের বিপক্ষে টেস্টের জন্য বড় কোনো পরিবর্তন ছাড়াই দল দিয়েছে বিসিবি। অনেকটা অনুমিতভাবেই বাদ পড়েছেন ইমরুল কায়েস ও শফিউল ইসলাম।
ভারতের বিপক্ষে টেস্ট দলে না থাকলেও, বিসিএল ও জাতীয় লিগের পারফরম্যান্স দিয়ে আবারো ফিরেছেন রুবেল হোসেন। ইনজুরি কাটিয়ে ফিরেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
দলের অন্য সদস্যরা হলেন, মুশফিক, তামিম, সাকিব, মাহমুদুল্লাহ, মুমিনুল, সৌম্য, সাব্বির, মিরাজ, লিটন, মোসাদ্দেক, তাইজুল, তাসকিন, রাব্বী এবং শুভাশিষ। আগামী ৭ মার্চ গলে প্রথম টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.