শেষ বেলায় লণ্ডভণ্ড বাংলাদেশ

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ ইনিংসের সূচনাটা দুর্দান্ত করেছিল বাংলাদেশের দুই ওপেনার। ওপেনিং জুটিতেই উঠলো ৯৫ রান। দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকারের ব্যাটিং দেখে মনে হচ্ছিলো এ উইকেটে ব্যাটিং যেন হাতের মোয়া। মারবেন আর রান করবেন; কিন্তু টেস্ট ক্রিকেটে যে অতিরিক্ত আগ্রাসী ব্যাটিং দুর্দশাই এনে দেয় তা ভুলে গিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ফলে ১৯৮ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। দিনের শেষ প্রান্তে এসে ৬ রানের ব্যবধানে হারায় ৩টি উইকেট।

১ উইকেটে ১৩০ থেকে দুই উইকেটে ১৯২। ইমরুল-সাব্বিরের ৬২ রানের জুটি যেন বাংলাদেশকে বড় স্কোরের স্বপ্ন দেখাতে শুরু করে। এ সময় এসেই ভুলটা করে বসেন ইমরুল কায়েস। লক্ষ্মণ সান্দাকানের ঘূর্ণি বুঝতে না পেরে উইকেট বিলিয়ে দিলেন। এরপর নাইটওয়াচম্যান হিসেবে মাঠে নামা তাইজুল ইসলাম এলবিডব্লিউর শিকার হলেন।

চার নম্বরে ব্যাট করতে নেমে ওয়ানডে স্টাইলে খেলতে থাকা সাব্বির রহমানকে ফিরিয়ে দিলেন সুরঙ্গা লাকমাল। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২১৪ রান। এখনও স্বাগতিকদের চেয়ে ১২৪ রান পিছিয়ে মুশফিকুর রহীম অ্যান্ড কোং। ১৮ রানে উইকেটে রয়েছেন সাকিব এবং ২ রানে রয়েছেন মুশফিক।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.