শার্শায় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা
ইয়ানুর রহমান : ‘দুর্যোগের প্রস্তুতি সারাক্ষণ, আনবে টেকসই উন্নয়ন’- এ শ্লোগানকে সামনে রেখে শার্শায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে শার্শা উপজেলা সদরে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, বেনাপোল ফায়ার স্টেশন কর্মকর্তা কাউছার আলী, শার্শা থানা পুলিশের এসআই বাবুল আক্তার প্রমুখ বক্তব্য দেন।
সভায় দুর্যোগের বিপর্যয় মোকাবেলায় তাৎক্ষণিকভাবে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া, এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.