শাবনূরের বাসায় তারকা দম্পতি ওমর সানি-মৌসুমী

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ প্রায় ১বছর পর গত ১১ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন বাংলা চলচ্চিত্রের সারাজাগানো চিত্রনায়িকা শাবনূর। দেশে ফেরায় পর শাবনূরকে দেখতে সোমবার রাতে তার বাসায় গিয়েছিলেন তারকা দম্পতি ওমর সানি এবং মৌসুমী।

তাদের সঙ্গে আরও ছিলেন অভিনেত্রী রোজিনা ও অমিত হাসান এবং তার স্ত্রী লাবণী। শাবনূরের বাসায় গিয়ে সাক্ষাতের পর তারা  সকলেই আড্ডায় মেতে ওঠেন।

এই সাক্ষাতের সম্পর্কে ওমর সানি তার ফেসবুকে কিছু ছবি পোস্ট করে এবং ক্যাপোনে লেখেন, শাবনূরকে অনেকদিন পর দেখলাম। অনেক কথা হলো। আমাদের সঙ্গে ছিলো অমিত হাসান এবং তার স্ত্রী লাবণী। মৌসুমীর জন্য অপেক্ষা করছিলাম। মৌসুমী আসলো, অনেক শ্রদ্ধা নিয়ে মৌসুমীকে জড়িয়ে ধরলেন শাবনূর। আর এর সবকিছুর অবদান রোজিনা ম্যাডামের। ধন্যবাদ ম্যাডাম। সবাই আমার পাশে থাকবেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.