লায়নদের স্পিন হুমকি সামলাতে তৈরি টাইগাররা

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ উপমহাদেশের উইকেট বরাবরই স্পিনবান্ধব। তার উপর গত ইংল্যান্ড সিরিজে টার্নিং উইকেট তৈরি করে সাফল্য পায় বাংলাদেশ। তাই এবারও অসিদের বিপক্ষে এমন উইকেট তৈরি করবেন বলে আশা করা হচ্ছে। তাই স্পিন স্বর্গে হুমকি হয়ে উঠতে পারেন অস্ট্রেলিয়ান অভিজ্ঞ অফ স্পিনার ন্যাথান লায়ন। তবে তাকে সামলাতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশের দলের অন্যতম সফল টপ অর্ডার ব্যাটসম্যান ইমরুল কায়েস।

চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারতে টেস্ট সিরিজ খেলে এসেছে অস্ট্রেলিয়া। সেখানে দারুণ বোলিং করেছেন লায়ন। চার ম্যাচে নিয়েছেন ১৯টি উইকেট। বাংলাদেশেও লায়ন স্পিন জাদু দেখাতে পারেন বলে মনে করছেন ইমরুল, ‘ন্যাথান লায়ন বিশ্বের অন্যতম সেরা স্পিনার। সে ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে।’

এই প্রসঙ্গে লায়নের ক্যারিয়ারটায় একটু চোখ রাখা যায়। ৬৭ টেস্টের ক্যারিয়ারে ২৯ বছরের লায়নের শিকার ২৪৭ উইকেট। সেদিন ব্যাঙালুরু টেস্টের প্রথম ইনিংসে ৫০ রানে নিয়েছিলেন ৮ উইকেট। যেটি আবার তার ক্যারিয়ার সেরা। উপমহাদেশের সাথে বন্ধুত্ব করে, ডারউইনে বাংলাদেশের মতো কন্ডিশন আর উইকেটে প্র্যাকটিস করেই তো এসেছেন বাংলাদেশে!

শুধু লায়নই নয় স্পিন আক্রমণের ধার বাড়াতে তারা দলে ফিরিয়ে এনেছে বাঁহাতি স্পিনার আস্টন অ্যাগারকে। বৈচিত্র্য বাড়াতে দলে ভিড়িয়েছে লেগ স্পিনার সয়েপসনকে। যদিও তার খেলার সুযোগ কম। তবে অসিদের স্পিন আক্রমণ ঠেকাতে প্রস্তুত ইমরুলরা, ‘আমরা তাকে খেলতে প্রস্তুত। শুধু আমি নই, দলের সবাই প্রস্তুত। আমার মনে হয়, উপমহাদেশের উইকেট স্পিনারদের সহায়ক হয়।’

গত অক্টোবরেই ইংলিশদের বিপক্ষে টেস্ট জয় পায় টাইগাররা। সেবার টার্নিং উইকেট তৈরি করেছিল বাংলাদেশ। স্পিনে যেমন ইংলিশদের কুপোকাত করেছেন তেমনি ইংলিশদের স্পিনটাও খেলেছেন দারুণ। এবার অসিদের স্পিনও সামলাতে পারবেন বলে প্রত্যয়ী ইমরুল, ‘ইংল্যান্ডের বিপক্ষে আমরা ভালো খেলেছি। কয়েক মাস আগে। আশা করি অস্ট্রেলিয়ার বিপক্ষেও আমরা ভালো কিছু পারবো।’

স্পিন আক্রমণ ঠেকাতে নেটে প্রস্তুতিটাও জোরালোভাবে নিচ্ছে বাংলাদেশ। তবে মানসিক প্রস্তুতিটাকে গুরুত্ব দিচ্ছেন ইমরুল, ‘নেটে তো সবাইকে খেলছি। লেগ স্পিনার আছে। চায়না ম্যানও আছে। তবে আমার মনে হয় টেস্ট ক্রিকেটে মানসিক প্রস্তুতিটাই বড়।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.