লাগেজ ও গাড়িতে করে স্পেনে শরণার্থী

ওয়ান নিউজ ডেক্সঃ স্পেনের পুলিশ দেশটি থেকে দুই মরোক্কোর অধিবাসীকে বিতাড়িত করেছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়, এই দুইজন স্পেনে মানবপাচারের সঙ্গে জড়িত ছিল। তারা গাড়ি ও সুটকেসে করে দুই শরণার্থীকে লুকিয়ে স্পেনে আফ্রিকানদের জন্য নির্ধারিত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ তল্লাশিতে ধরা পরে যায়।
সোমবারের এই ঘটনায় পুলিশ একটি গাড়িতে তল্লাশি চালায়। এ সময় গাড়ির ড্যাসবোর্ডে এবং পেছনের সিটের নিচে দুইজন আফ্রিকানকে লুকিয়ে থাকা অবস্থায় উদ্ধার করে। এ ছাড়াও পৃথকভাবে এক নারীর লাগেজের ভেতরে আফ্রিকান এক শিশুকে পাওয়া যায়। প্রাপ্ত বয়স্ক দুইজন ঘানার নাগরিক বলে ধারণা করা হচ্ছে। স্পেনে আসার পথে তারা শ্বাস-প্রশ্বাসের জন্য খুব সামান্য বাতাস পায়। এ কারণে স্পেন সরকার এই তিনজনের চিকিৎসা চালিয়ে যাচ্ছে।
স্পেনের পক্ষ থেকে জানানো হয়, মরোক্কোর অধিবাসী ২২ বছর বয়সী এক নারী তাদের পাচার করে স্পেনে প্রবেশের চেষ্টা করছিল। বিবিসি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.