রীড প্রকল্পের পড়া উৎসব প্রতিযোগিতায় বিমান বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য

প্রেস বিজ্ঞপ্তিঃ সেভ দ্যা সিলড্রেন এর কারিগরি সহযোগীতা ইউএসএইড এর অর্থায়নে কোডেক রিড প্রকল্প কক্সবাজার ২১/০২/২০১৭ইং তারিখ পড়া উৎসব প্রতিযোগিতা আয়োজন করেন । জেলা প্রাথমিক শিক্ষা অফিস মাঠ প্রাঙ্গনে। উক্ত প্রতিযোগিতায় রিড এর আওতাভুক্ত কক্সবাজার সদর উপজেলার ৩৫টি স্কুলের ১ম-৩য় শ্রেণীর মোট-১০৫জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে। উক্ত প্রতিযোগিতায় বিমান বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। কৃতিত্বের সহিত ১ম ও ২য় স্থান সহ মোট ৩টি ইভেন্টে পুরস্কার প্রাপ্ত হয়। উক্ত অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রাপ্তদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিমান বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পুরস্কার প্রাপ্তরা হল-
১। ছৈয়দা নাহিয়ান আনজুম, ১ম শ্রেণী, ছবি দেখে শব্দ লেখায়- ১ম স্থান, একক বর্ণমালা সাজানো ২য় স্থান।
২। আফরোজা আলম,২য় শ্রেণী বিস্ময়কর বোধগম্যতা, ২য় স্থান (একক)।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.