মৌসুম শেষে আর্সেনাল ছাড়বেন ডেভিড লুইস

ওয়ান নিউজ ডেক্সঃ চলতি মৌসুম শেষে আর্সেনাল ছাড়বেন ডেভিড ‍লুইস। ২ বছর আগে ১১ মিলিয়ন ডলারে চেলসি ছেড়ে এমিরেটসে আসেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

তবে উত্তর লন্ডনে তার অভিযান থামছে এই মৌসুম শেষে। আগামী গ্রীষ্মে ফ্রি-ট্রান্সফার হয়ে পড়বেন এই সেন্টার-ব্যাক।

শুক্রবার ক্লাবের লন্ডন কোলনি ট্রেনিং সেন্টারে লুইসের প্রতিনিধির সঙ্গে এক আলোচনায় বসে আর্সেনাল। সেখানে এই ডিফেন্ডারের ভবিষ্যত নিয়ে কথা হয়। এই মৌসুম শেষে গানারদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে লুইসের। ৩৪ বছর বয়সী ডিফেন্ডারের সঙ্গে চুক্তি নবায়নে ইচ্ছুক নয় আর্সেনাল।

বর্তমানে চোটের কারণে মাঠের বাইরে লুইস।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.