মেক্সিকোতে সঙ্গীতানুষ্ঠানে গোলাগুলি, ৫ জন নিহত
ওয়ান নিউজ ডেক্সঃ মেক্সিকোয় সাগর পাড়ের এক অবকাশ কেন্দ্রে সোমবার সঙ্গীত উৎসবে গোলাগুলির কারণে পাঁচজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে একজন পদদলিত হয়ে মারা যায়। গোলাগুলির ঘটনায় সেখানে আতংক ছড়িয়ে পড়ায় পদদলনের এ ঘটনা ঘটে।
কুইনতানা রো রাজ্যের প্রসিকিউটরের দপ্তরের এক বিবৃতি বলা হয়, প্লেয়াদেল কারমেনে বিপিএম সঙ্গীত উৎসব চলাকালে নিরাপত্তা বাহিনীর কর্মীরা এক বন্দুকধারীকে ব্লু প্যারোট নাইটক্লাবে প্রবেশে বাধা দিলে সে বেপরোয়া গুলি শুরু করে। এতে উভয় পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধ হয় এবং হতাহতের এ ঘটনা ঘটে।
রাজ্যের গভর্ণর রবার্তো বোর্জ জানান, দু’ব্যক্তির ব্যক্তিগত সংঘাতকে কেন্দ্র করে এ বন্দুক যুদ্ধ হয়।
নিহতদের মধ্যে এ পর্যন্ত তিনজনের পরিচয় জানা গেছে। এদের মধ্যে একজনের নাম কির্ক উইলসন। তিনি কানাডার নাগরিক। অপর দু’জনের নাম ড্যানিয়েল পেমিসনা ও রাফায়েল পেনালোজা। তারা যথাক্রমে ইতালির ও মেক্সিকোর নাগরিক।
উল্লেখ্য, মাদককে কেন্দ্র করে মেক্সিকোতে প্রায়ই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। বাসস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.