মিয়ানমারকে গণহত্যা বন্ধ করতে আর্ন্তজাতিক কঠোর পদক্ষেপ চাই
প্রেস বিজ্ঞপ্তি :
বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার সেনাবাহিনী, বিজিপি, পুলিসের যৌথ ধারা বাহিক ভাবে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী কে নির্মূল করার জন্য গনহত্যা,আগুন দিয়ে বাড়ী-ঘর জালিয়ে দিয়ে গ্রামের পর গ্রাম ধ্বংশ করা,নারীদের ধর্ষণ করে চরম মানবাধিকার লংঙ্ঘন করছে।লক্ষ লক্ষ অসহায় নির্যাতিত মানুষ প্রচণ্ড কষ্টে বাংলাদেশ প্রান বাচাঁনোর জন্য আশ্রয় নিচ্ছে।
অভিলম্বে জাতিসংঘ সহ সকল আন্ত্রজাতিক সম্প্রদায়কে এই গনহত্যা বন্ধ করে রোহিঙ্গা মুসলিম নাগরিকদের মানবাধিকার রক্ষা,নাগরিক,সামাজিক,অর্থনৈতিক,রাজনৈতিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে মায়ানমার কে বাধ্য করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া দাবী জানিয়ে মানবাধিকার সংগঠন আইন ও শালিস কেন্দ্রের সহযোগিতায় মানব বন্ধন করেন হিউম্যান রাইটস ডিফেণ্ডারস ফোরাম,কক্সবাজার।
০৬/০৯/২০১৭ ইং সকাল ১০ টায় কক্সবাজার পৌরসভা কায্যালয়ে সম্মূখে অনুষ্টিত মানব বন্ধনে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ডিফেণ্ডারস ফোরাম কক্সবাজারের আহবায়ক এডভোকট অরুপ বড়ুয়া তপু,যুগ্নআহবায়ক এডভোকেট আব্দুর শুক্কুর,সদস্য মকবুল আহমেদ, এডভোকেট দীপিকা পাল, কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দীন,আব্দুল জব্বার,কর্মজীবি নারী’র সভাপতি রিজিয়া বেগম, আহমেদুর রহমান টিপু। সঞ্চালনা করেন, হিউম্যান রাইটস ডিফেণ্ডারস ফোরাম, কক্সবাজারের সদস্য সচীব মিজানুর রহমান বাহাদুর।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.