মাহি লক্ষ্মী একটা মেয়ে : শাবনূর

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ টানা দুই দশক ঢালিউডে শীর্ষ স্থান দখলে ছিল শাবনূরের। কয়েক বছর ধরে তিনি চলচ্চিত্রে অনিয়মিত। বেশিরভাগ সময় পরিবারের সাথে থাকছেন অস্ট্রেলিয়ায়। সম্প্রতি দেশে ফিরেছেন এ নায়িকা।

রোববার সন্ধ্যায় গুলশানের একটি রেস্টুরেন্টে নতুন ছবির মিটিংয়ে এসেছিলেন শাবনূর। এক ফাঁকে পরিবর্তন ডটকমের সঙ্গে আলাপে অংশ নেন।

দীর্ঘদিন পরে দেশে ফিরলেন, আবার কবে যাচ্ছেন? ‘আপাতত এ বছর যাওয়া হচ্ছে না। আমার ছেলে আইজান ওখানকার আবহাওয়ায় ঠিক ম্যাচ করতে পারছিল না। তার জন্যই দেশে ফেরা।’– বলছিলেন ‘স্বপ্নের ঠিকানা’র নায়িকা।

মাসখানেক হয়েছে দেশে আসার। ঈদুল আজহার পর মোস্তাফিজুর রহমান মানিকের ‘এত প্রেম এত মায়া’ দিয়ে অভিনয়ে ফিরছেন। ছবিটির একটি গানে কণ্ঠ দেবেন। হঠাৎ প্লেব্যাক? শাবনূর ঝটপট বললেন, ‘আসলে আমি অত ভালো গান করি না, মাঝে মাঝে গুনগুন করি আরকি! মানিক আমার অনেক স্নেহের পরিচালক, সে বলল। তাছাড়া সুদীপ কুমার দীপ গানটার কথাও অনেক ভালো লিখেছে। সবমিলিয়ে প্লেব্যাক করা।’

হালের জনপ্রিয় নায়িকা মাহির সাথে নাম ঠিক না হওয়া একটি ছবিতে অভিনয় করবেন শাবনূর। পরিচালকও মোস্তাফিজুর রহমান মানিক, শুটিং শুরু নভেম্বরে। মাহির বেশ প্রশংসা করে ‘দুই নয়নের আলো’ নায়িকা বলেন, “ইন্ডাস্ট্রির সবার কাছে তো ওর প্রশংসা শুনেছি। মানিকের কাছে শুনলাম ও নাকি ‘জান্নাত’-এ দুর্দান্ত অভিনয় করেছে। আর একটু আগে তার সাথে আমার ফোনে কথা হলো। ওতো অনেক লক্ষ্মী একটা মেয়ে। আমাকে খুব সম্মান দেখালো। আশা করি আমার সাথে কাজটিও ভালো হবে।”

শাবনূর আরো বলেন, ‘ওকে (মাহি) দুষ্টুমি করে বললাম— দুজনের স্ক্রিন শেয়ার ফিফটি ফিফটি না হলে আমি কিন্তু কাজটা করব না। জবাবে আমাকে যা বলল, তাতে আমি মুগ্ধ। সে বলল, আপনি আমার স্বপ্নের নায়িকা। আপনার সাথে আমাকে স্বল্প সময়ের জন্য দেওয়া হলেও আমি কাজটা করব।’

শারীরিক অসুস্থতা নিয়ে মাস কয়েক আগে খবরের শিরোনাম হয়েছিলেন শাবনূর। এ নিয়ে শুধু বললেন, ‘একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। এখন সুস্থ আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

অভিনয় থেকে দূরে থাকলেও চলচ্চিত্রের সব খোঁজখবর রাখেন বোঝা গেল তার কথায়, ‘বর্তমানে আমাদের চলচ্চিত্রে একটা সংকটময় সময় চলছে। পারস্পরিক রেষারেষি কাম্য নয়। আশা ও প্রত্যাশা থাকবে চলচ্চিত্রের সবাই মিলে এর থেকে উত্তরণের পথ বের করবেন।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.