মালয় মেইলের প্রধান সম্পাদকের মৃত্যু

ওয়ান নিউজ ডেক্সঃ  মালয়েশিয়ার শীর্ষ স্থানীয় পত্রিকা মালয় মেইলের প্রধান সম্পাদক দাতুক ওয়াং সাই ওয়ান মারা গেছেন। শুক্রবার (১৪ মে) সুবাংজায়া মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

সাই ওয়ানের ছেলে ওয়াং চি মুন মালয়েশিয়ার জাতীয় সংবাদমাধ্যম বার্নামাকে জানিয়েছেন, তার বাবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার ভোর ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তার বাবাকে মৃত ঘোষণা করেন।

মালয় মেইলের প্রধান সম্পাদক -দাতুক ওয়াং সাই ওয়ানের মৃত্যুকে বড় ক্ষতি বলে উল্লেখ করেছেন, মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ। তিনি প্রয়াত এই সাংবাদিকের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে মালয় মেইলের সম্পাদকের মৃত্যুতে দেশটির প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন শোক প্রকাশ করেছেন এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, মালয়েশিয়ার সাংবাদিকতায় ওয়াং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করা সাই ওয়ানের সহকর্মী, সহপাঠী, বন্ধু ও রাজনীতিবিদরাও শোক জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া তারা বিভিন্ন শোকবার্তা দিচ্ছেন এবং তার সঙ্গে থাকা পুরনো ছবি শেয়ার করছেন।

সাই ওয়ান ১৯৮০ এর দশকের শুরুর দিকে দ্য স্টারে সাংবাদিকতা শুরু করেন এবং নির্বাহী সম্পাদক হিসাবে কাজ করেছিলেন। ২০১৬ সালে প্রধান সম্পাদক হিসেবে তিনি মালয় মেইলে যোগ দেন।

১৭ মে সকাল দশটায় সাই ওয়ানের মরদেহ দাফন করা হবে। সে সময় সময় ১৫ জনের বেশি উপস্থিত থাকতে পারবেন না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.