মালয়েশিয়ায় ২ বাংলাদেশি আটক

ওয়ান নিউজ ডেক্সঃ মালয়েশিয়ায় দুই বাংলাদেশিসহ চারজনকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা। ধারণা করা হচ্ছে আটককৃতরা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট আইএস`র সঙ্গে জড়িত।

স্থানীয় সময় সোমবার দেশটির পুলিশ প্রধান খালিদ আবু বকর এক বিবৃতিতে এ তথ্য জানান।

প্রাথমিকভাবে আটককৃতদের নাম প্রকাশ করা হয়নি। তবে তাদের বয়স ২৭ থেকে ৩১ বছরের মধ্যে।

খালিদ জানান, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। তারা ফিলিপাইনের মিন্দানাও প্রদেশ থেকে পরিচালিত একটি জঙ্গি গ্রুপে যোগ দিতে যাচ্ছিলেন বলে দাবি পুলিশের। ওই জঙ্গি গ্রুপটির প্রধান মাহমুদ আহমাদ নামে বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষক।

খালিদ আরও জানান, এই গ্রুপটি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মিয়ানমার থেকে কর্মী সংগ্রহ করে ফিলিপাইনে নিয়ে যাওয়ার রাস্তা হিসেবে সাবাহ প্রদেশকে ব্যবহার করার পরিকল্পনা করছিল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.