মস্কোয় বন্দুকধারীর হামলায় নিহত ৪

ওয়ান নিউজ ডেক্সঃ মস্কোয় এক বন্দুকধারীর হামলায় ৪ জন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ হাজির হলে বন্ধুকধারীর সাথে গুলি বিনিময় হলে ৪ পুলিশকর্মী আহত হয়। পালানোর সময় বন্দুকধারী নিজেও নিহত হত পুলিশের গুলিতে। মস্কোর দক্ষিণ–পূর্বে রামেনস্কি জেলার ক্রাতোভো গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার নিজের বাড়ির জানলা থেকে পথচারীদের লক্ষ্য করে  আচমকা গুলি চালাতে শুরু করে ওই হামলাকারী। এতে গুলিবিদ্ধ হন ৫ জন। ঘটনাস্থলেই প্রাণ হারান ১ জন। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় আরও ১ জনের। পরবর্তীতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে আরও দু’টি মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে বন্দুকধারী সাথে গুলি বিনিময় হয়। ৪ জন পুলিশকে আহত করে বন্দুকধারী পালাতে গিয়ে পুলিশের গুলিতেই নিহত হয় সে। এর আগে পিতার অনুরোধেও আত্মসমার্পণ করতে রাজী হয়নি এ বন্দুকধারী।

তবে ঠিক কী কারণে হামলা চালানো হয় তা  এখনও জানা যায়নি। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, হামলাকারীর নাম ইগোর। রুশ সরকারের হয়ে একসময় চেচেনে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে যোগ দিয়েছিল। সেখানকার আপদকালীন বিভাগের হয়েও কাজ করেছিল। গত কয়েক বছর ধরে মায়ের সঙ্গে ওই বাড়িতে থাকছিল সে। দীর্ঘদিন ধরে সে মানসিকভাবে অসুস্থ ছিল বলে জানা যায়। রুশ গোয়েন্দা সংস্থা এ হামলার কারণ অনুসন্ধান করছে। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.