নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ৫-১৯ জুন দেশব্যাপী অনুষ্টিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল বাস্তবায়নের লক্ষ্যে কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুন) সকাল ১১ টায় জেলা ইপিআই ষ্টোর সন্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।
এ ছাড়াও ইউনিসেফের নিউট্রিশন সাপোর্ট কো-অর্ডিনেটর ও জেলা বিএম এর সভাপতি ডাঃ পুচুনু, কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারীসহ জেলা ইমাম সমিতির সভাপতি এবং অপরাপর ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
এতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সৌনম বড়ুয়া।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক সিরাজুল ইসলাম।
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:৫৭
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.