ইয়ানূর রহমান : যশোরে অভিযান চালিয়ে বিজিবি বিপুল পরিমানের ভারতীয় শাড়ী, লেহেঙ্গা ও কাশ্মীরি শাল চাদরসহ ১ টি পিকআপ আটক করেছে।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক (পিবিজিএম) জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৩টার সময় যশোরের চাঁচড়ার মোড়ে অত্র ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় উন্নত মানের বিপুল পরিমাণে শাড়ী, লেহেঙ্গা এবং কাশ্মীরি শাল চাদরসহ ১ টি পিকআপ আটক করা হয়।
উক্ত চোরাচালানী মালামালের আনুমানিক মূল্য এক কোটি বিশ লক্ষ বাইশ হাজার পাঁচশত টাকা। আটককৃত চোরাচালানী মালামাল যশোর কোতয়ালী থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন চলছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.