ব্রাজিলের কাছে বিধ্বস্ত উরুগুয়ে
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ উরুগুয়ে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে নেইমারের ব্রাজিল। খেলার নয় মিনিটেই পেনাল্টি পেয়ে এগিয়ে যায় উরুগুয়ে। নিজেদের মাঠে দর্শকের সমর্থনও ছিল প্রচুর। কিন্তু ওই একটি গোলেই সন্তুষ্ট থাকতে হয় স্বাগতিকদের। এরপর হজম করতে হয় পরপর ৪টি গোল।
মিডফিল্ডার পওলিনহো করেছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। ১৯, ৫২ এবং ৯২ মিনিটে তিনটি গোল করেন তিনি। বাকি গোলটি আসে তারকা ফুটবলার নেইমারের পা থেকে।
যদিও লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে এগিয়ে ছিল ব্রাজিল। দ্বিতীয় স্থানে থাকা উরুগুয়ের সঙ্গে ব্যবধান ছিল চার পয়েন্টের। এবার সেই ব্যবধান বেড়ে দাড়িয়েছে সাতে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.