বেপরোয়া ট্রাক গুড়িয়ে দিলো কলাতলীর ডলফিন ভাস্কর্য
নিজস্ব প্রতিবেদকঃ বেপরোয়া একটি মালবাহী ট্রাকের ধাক্কা দিয়ে ভেঙে গুড়িয়ে দিলো কলাতলী মোড়ের নান্দনিক ডলফিন ভাস্কর্যটি। ধাক্কায় ফোয়ারার একটি ডলফিন সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আরো দু’টি ডলফিন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষর্শীরা জানান, সিলেট থেকে আসা শহরে ঢোকা একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভাস্কর্যটির পূর্বপাশে ধাক্কা দেয়। এতে সাথে সাথে একটি ডলফিন ভেঙে গুড়িয়ে যায়। এছাড়াও দক্ষিণ ও উত্তর পাশের ভাস্কর্য দুটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.