বেনাপোল সীমান্তে ৩ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার
ইয়ানুর রহমান : বেনাপোল সীমান্তে ভারত থেকে পাচার হয়ে আসা ৩ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। বুধবার সকালে বেনাপোলের পুটখালী চরের মাঠ থেকে এ টাকার চালানটি উদ্ধার করা হয়।
পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার হরে কৃষ্ণ রায় জানান, নিয়মিত টহলের সময় বিজিবি সদস্যরা দেখতে পাই পুটখালী চরের মাঠ থেকে দুই যুবক সীমান্ত দিয়ে সাইকেল চালিয়ে পুটখালী বাজারের দিকে আসছে। এসময় বিজিবি সদস্যরা তাদের দাঁড়াতে বললে তারা সাইকেল ফেলে পালিয়ে যায়। পরে সাইকেলে থাকা একটি প্যাকেট থেকে ৩ লাখ ৯০ হাজার উদ্ধার করা হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.