বিরাট জয়ে শচীনের আরেক রেকর্ড কোহলির দখলে

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ বর্তমান সময়ের রান মেশিন বললে ভুল হবে না। ব্যাট হাতে নামলেই করছেন শতক, জেতাচ্ছেন দলকে। তিনি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

বৃহস্পতিবার কিংসটনের সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরেকটি বিরাট ইনিংস খেললেন কোহলি। এতেই পাঁচ ম্যাচের সিরিজ সফরকারীরা জিতে নিয়েছে ৩-১ ব্যবধানে।

ক্যারিবীয়দের দেওয়া ২০৬ রানের লক্ষ্য ভারত মাত্র দুই উইকেট হারিয়ে ৭৯ বল হাতে রেখে পৌঁছে যায়। কোহলি ১১১ রান করে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন। সঙ্গে ৫০ রানে অপরাজিত ছিলেন দিনেশ কার্তিক।

কোহলি ম্যাচ সেরা হলেও সিরিজ সেরা হয়েছেন অজিঙ্কা রাহানে। গোটা সিরিটে দারুণ ব্যাট করা (৩৩৬ রান) রাহানে এদিন ৩৯ রান করেন।

এর আগে টস জিতে ব্যাট নেয় ওয়েস্ট ইন্ডিজ। মোহাম্মদ সামি আর উমেশ যাদবের পেসতোপে তারা ৯ উইকেটে মাত্র ২০৫ রান করতে সমর্থ হয়। দলের পক্ষে সাই হোপ সর্বোচ্চ ৫১ রান করেন। এছাড়া কাইল হোপ ৪৬ ও অধিনায়ক জেসন হোল্ডার ৩৬ রান করেন।

সামি ৪৮ রানে ৪টি এবং যাদব ৫৩ রানে ৩টি উইকেট নিয়ে ক্যারিবীয়দের ধসিয়ে দেন।

শতকের পথে এদিন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকারের আরেকটি রেকর্ড নিজের করে নিয়েছেন। তিনিই এখন রান তাড়া করে সবচেয়ে বেশি শতকের মালিক।

তার আগে শচীন টেন্ডুলকার রান তাড়ায় ১৭টি শতক করে সবার উপরে ছিলেন। সেটিকে পেছনে ফেলতে কোহলি ওয়ানডে ক্যারিয়ারের ২৮তম সেঞ্চুরি তুলে নেন ১১৫ বলে ১৪ চার ও দুই ছক্কায়।

অবশ্য কোহলি আরেকটি দিক থেকেও টেন্ডুলকারের চেয়ে এগিয়ে রয়েছেন। বলতে গেলে সবাইকে পেছনে ফেলেছেন। টেন্ডুলকার রান তাড়ায় যেখানে ২৩২ ইনিংসে ১৭টি শতকের দেখা পেয়েছিলেন, সেখানে কোহলি মাত্র ১০২ ইনিংসে এই মাইলফলকে পৌঁছালেন।

এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন শ্রীলঙ্কার ওপেনার তিলকরত্নে দিলশান। রান তড়া করে দলকে জেতানোর ক্ষেত্রে তিনি ১১৬ ইনিংসে ১১টি শতক করেছেন।

এছাড়া কোহলিই এখন একমাত্র অধিনায়ক যিনি ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে দুটি শতক করলেন। তার আগে অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সফরে রাহুল দ্রাবিড় একটি শতক করেছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.