বাল্যবিবাহে নিরুৎসাহিত করতে বললেন এনজিও ব্যুরোর মহাপরিচালক

অগ্রযাত্রা” মানবিক পল্লীর কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক

 সংবাদ বিজ্ঞপ্তিঃ

তোমরাই পারবে এই দেশকে জয় করতে, কিশোরীদেরকে বাল্যবিবাহে নিরুৎসাহিতকরণ ও লেখাপড়ার পাশাপাশি আয়বর্ধক মুলক কাজের সাথে সম্পৃক্ত থেকে সুন্দরভাবে জীবন গড়ার আহবান জানান- প্রধানমন্ত্রীর কার্যালয় এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, কে এম তারিকুল ইসলাম বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) কে.এম তারিকুল ইসলাম। বেসরকারী সমাজ উন্নয়নমুলক সংস্থা – অগ্রযাত্রা রামু উপজেলার ”অগ্রযাত্রা মানবিক পল্লীর” কার্যক্রম পরিদর্শনে এসে এই কথাগুলো বলেন।

পরিদর্শনকালর তিনি বিভিন্ন কর্মসূচি তথা (১) পথশিশুদের নিরাপদ আবাসন প্রকল্প (২) অর্গানিক পদ্ধতিতে পরিচালিত এ্যাগ্রোফার্ম, মৎস খামার, পোল্ট্রি ও ডেইরী খামার এবং অগ্রযাত্রা কিশোরী ক্লাব পরিদর্শন করেন। অগ্রযাত্রার কিশোরী ক্লাবের কিশোরীদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, কিশোরীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুন্দর জীবন গঠনের জন্য বিভিন্ন উপদেশমুলক কথা বলেন ও পরামর্শ দেন। অল্প বয়সে বিবাহ না করা বা বাল্যবিবাহে নিরুসাহিত করা, তথ্যপ্রযুক্তির অপব্যবহার না করা বা অতিরিক্ত বা একাধিক ফেসবুক আইডির ব্যবহার না করা, সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে ভাল বিষয়গুলো গ্রহন করে সুন্দর জীবন গড়ার ক্ষেত্রে কাজে লাগোনো, ধর্ম নিরপেক্ষ থাকা, কোন প্রকার গুজবে কান না দেয়া ও ধর্মীয় সহিংসতা থেকে নিজেকে বিরত রাখা, লেখাপড়ার পাশাপাশি আয়বর্ধকমুলক কাজ শেখা, বেশি বেশি গাছ লাগাতে উৎসাহিত করা, অসৎ ও খারাপ বন্ধুদের সংঘ ত্যাগ করা এবং ভালভাবে লেখাপড়া শিখে অগ্রযাত্রার সভাপতির ন্যায় মানুষের উপকার করা এবং সমাজ ও দেশের উন্নয়নে কাজ করা।

এই সময় আরো উপস্থিত ছিলেন- এনজিও বিষয়ক ব্যুরোর প্রশাসনিক কর্মকর্তা জনাব বাহাদুর রইমার রহমান, অগ্রযাত্রার প্রতিষ্ঠাতা ও সভাপতি নীলিমা আক্তার চৌধুরী, নির্বাহী পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন, পরিচালক মো: আবির আহমেদ প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.