বাচামিয়া,আশুর,মকতুলের ঘোনা ও আলুর পাহাড় এলাকার আইন-শৃংখলা কমিটি পুনঃগঠন
জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার
বৃহত্তর বাচামিয়া, আশুর,মকতুলের ঘোনা ও আলুর পাহাড় এলাকার আইন-শৃংখলা কমিটির জরুরী সভা সমাজপতি মাও.শাহ আলমের পবিত্র কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে কমিটির সভাপতি আবদুল লতিফের সভাপতিত্বে গতকাল শুক্রবার রাত ৯টায় বাচামিয়ার ঘোনা জামে মসজিদের মাঠে অনুষ্টিত হয়।
সভায় আলোচনা শেষে উপস্থিত এলাকাবাসীদের সম্মতিক্রমে বৃহত্তর বাচামিয়া, আশুর,মকতুলের ঘোনা ও আলুর পাহাড় এলাকার আইন-শৃংখলা কমিটি পুনঃগঠনের সিদান্তমতে, সকলের কন্ঠ ভোটে সিনিয়র সহ-সভাপতি সমাজপতি মাও. শাহ আলম, সহ সভাপতি বাবুল হোসেন রনি, নুর শরীফ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ কে নির্বাচিত করা হয়।
সভাপতি বলেন, অচিরে এলাকাবাসী ও নতুন নির্বাচিত (সিনিয়র সহ সভাপতি সমাজপতি মাও.শাহ আলম, সহ সভাপতি বাবুল হোসেন রনি নুর শরীফ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ) দের নিয়ে মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড মুক্ত করা হবে। তিনি আরও বলেন, প্রত্যেক অভিবাবককে ছেলে-মেয়েদের খবরা-খবর রাখতে হবে। দ্বীনি শিক্ষা ও যুব সমাজকে (নামাজ) মসজিদমুখী করে তোলতে হবে। তাহলেই সমাজে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও ইয়াবার মতো মরণ নেশা থেকে যুব সাজকে সঠিক পথে আনা সম্ভব।
উক্ত সভায় এলাকাবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল হোসেন রনি, নুর শরীফ, ওয়ান নিউজ ডট কম ডট বিডি’র সম্পাদক মুহাম্মদ ছলিম উল্লাহ সুজন, মাও আনোয়ারুল ইসলাম, মোঃ রশিদ মুন্সি, আবু ছৈয়দ মিস্ত্রি, হাজী মাহমুদুল হক, মোস্তাক আহমদ, ডাঃ আয়ুব, সরওয়ার কামাল, মোঃ আলমগীর, মোঃ মিজানুর রহমান মিজান, মাহবুবুল হক, মোঃ আবুল বাশার, মোঃ হাছান, আবদুল মুত্তালিম, শওকত উসমান, আবদুশ শুক্কুর, ওসমান ড্রইভার, আবদুল মান্নান, মইনুল ইসলাম, মোঃ ইউনুছ, আবদুল আলিম, আবদু করিম, নুরুল আলম সওঃ, নুর মোহাম্মদ, মোঃ দেলু, খাইরুল আলম, আবদুর রহমান, মোঃ হারুন, মোঃ খাইরুল, মোঃ জাফর, খুইল্যা মিয়া, মোঃ সাঈদী, মোঃ খলিল উল্লাহ, মোঃ ইউনুছ, মোঃ জুবাইর, রশিদ আহম্মদ, নুর মুহাম্মদ, আবদুস ছালাম, মোঃ ছলিম, মোঃ সুলতান, মোঃ ফোরকান, আবুল হোছাইন প্রমুখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.