বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়িতে প্রধানমন্ত্রী

ওয়ান নিউজ ডেক্সঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ শহরে বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়ি পরিদর্শন করেছেন। বর্তমানে এটি জেলা আওয়ামী লীগের কার্যালয়। শপথ গ্রহণের পর বঙ্গবন্ধুর পৈত্রিক বাসভবনে এটিই প্রধানমন্ত্রীর প্রথম সফর। বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমান ৫০-এর দশকে গোপালগঞ্জ শহরের ব্যাংক পাড়ায় বাড়িটি ক্রয় এবং বাসস্থান হিসাবে ব্যবহার করেন।

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি দখলদার বাহিনী বাড়িটি জ্বালিয়ে দেয়। স্বাধীনতার পর বঙ্গবন্ধু এই বাড়ির পাশে আরেক খণ্ড জমি ক্রয় করেন। কিন্তু ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর শাহাদৎ বরণের আগ পর্যন্ত সেখানে কেউ যায়নি।

আশির দশকে শেখ হাসিনা বাড়িটি সংস্কার করেন এবং দলীয় কার্যালয় হিসাবে ব্যবহারের জন্য আওয়ামী লীগ নেতাদের অনুমতি দেন।

প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছলে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম খান তাকে স্বাগত জানান। তারা দলের অন্যান্য নেতাদেরকে প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং প্রধানমন্ত্রীকে বাড়ির বিভিন্ন অংশে বঙ্গবন্ধুর স্মৃতিগুলো ঘুরিয়ে দেখান।


এ সময় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ এবং দলের কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন উপস্থিত ছিলেন।

দলীয় নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্মৃতিধন্য এই বাড়িটি পরিদর্শনের সুযোগ পেয়ে খুবই আনন্দ প্রকাশ করেন। তিনি সর্বস্তরে দলকে শক্তিশালী এবং এলাকায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলো মনিটর করতে তাদের প্রতি আহ্বান জানান।

শেখ হাসিনা একাদশ জাতীয় রোভার মুট উদ্বোধন উপলক্ষে দুই দিনের সফরে আজ সকালে গোপালগঞ্জ পৌঁছেন। রোভার মুট উদ্বোধনের পর শেখ হাসিনা পৈত্রিক বাড়িতে যান। আজ রাতে তিনি সেখানে অবস্থান করবেন। কাল বিকেলে তিনি ঢাকা ফিরবেন।

সূত্র : বাসস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.