`ফেসবুকের সঙ্গে মার্চেই ফের বৈঠক’

ওয়ান নিউজঃ উগ্রবাদ, জঙ্গিবাদ এবং বিদেশ থেকে পরিচালিত আপত্তিকর কনটেন্ট ইস্যুতে চলতি মার্চেই ফের ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে সরকার। বৈঠকে ওইসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া লক্ষ্যে বিস্তারিত আলোচনা হবে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম । মঙ্গলবার ঢাকার লা মেরিডিয়ান হোটেলে ‘ডিজিটাল বাংলাদেশ : সাইবার অপরাধ, নিরাপদ ইন্টারনেট ও ব্রডব্যান্ড’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা উদ্বোধন অনুষ্ঠান শেষে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘ফেসবুক ও গুগলের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। ফেসবুক তাদের কথামত কাজ করছে। আপত্তি উত্থাপনের পরই ফেসবুক ৪৮ ঘণ্টার মধ্যে সাড়া দিচ্ছে। উসকানিমূলক, জঙ্গিবাদ ছড়ায়- এ ধরনের পেইজ তারা বন্ধ করে দিচ্ছেন। আমরা অনেকটাই এগিয়ে গেছি। ’

তবে জঙ্গিবাদ ছড়ানোর সঙ্গে যুক্ত ফেসবুক আইডিগুলোর বেশির ভাগই ভুয়া দাবি করে তারানা হালিম বলেন, ‘এ কারণে এর নেপথে থাকা ব্যক্তিকে চিহ্নিত করায় সমস্যা হচ্ছ।’

তিনি বলেন, ‘সমস্যা হলো, যেগুলো ইউআরএল পাঠাতে হয় ওখানে, অনেকগুলো থাকে ফেইক (ভুয়া), তখন ওই ব্যক্তি পর্যন্ত পৌঁছাতে পারছেন না। আইনের প্রয়োগ তখনই হবে, যখন ব্যক্তিকে চিহ্নিত করতে পারব।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.