প্রেমে ব্যর্থ হয়ে যশোরে কলেজছাত্রীর আত্মহত্যা

ইয়ানুর রহমান : প্রেমে ব্যর্থ হয়ে যশোরে কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহরনকারী সোনিয়া আফরিন শেফা (২০) উপশহর এফ বন্ড কে আজিজ ছাত্রীনিবাসে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি আত্মহত্যা করেন।

শেফা সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিক্রমপুর গ্রামের আব্দুস সবুরের মেয়ে। তিনি যশোর সরকারি পলিটেকনিক ইনসটিটিউটে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

শেফার বোন দিবা খাতুন জানান, শেফা যশোর পলিটেকনিকে ভর্তি হওয়ার দেড়-দুই মাসের মাথায় সহপাঠী মামুনের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। মামুনের বাড়ি যশোরের মণিরামপুর উপজেলায়। মামুন তার বোন শেফাকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল। তার মা হেনা বেগম মামুনের বাবার সঙ্গে বিয়ের ব্যাপারে কথাও বলেন। কিন্তু মামুনের বাবা ছেলে-মেয়ের প্রেমজ সম্পর্ককে অস্বীকার করে শেফাকে অন্য পাত্রের সঙ্গে বিয়ে দিতে পরামর্শ দেন। এরপরও মামুন তার বোনের সঙ্গে সম্পর্ক বজায় রাখে। এমন কি তা শারীরিক সম্পর্কে গড়ায়।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার সকালে মামুন আমার বোনকে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। এরপর শেফা তার ছাত্রীনিবাসের ঘরের মধ্যে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। টের পেয়ে ছাত্রীনিবাসের বাসিন্দা ও আশপাশের লোকজন শেফাকে উদ্ধার করে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে আনার আগেই ওই ছাত্রীর মৃত্যু হয়।

কোতোয়ালি থানার এসআই জসিম উদ্দিন খান বলেন, কী কারণে মেয়েটি আত্মহত্যা করেছে তা জানা যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.