প্রিয়াংকার ফিটনেস রহস্য: ‘দিনে ১৮ ঘণ্টা কাজ’

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ ভারতের ছোট্ট একটি শহরে জন্ম নিয়েও বিশ্বদরবারে নিজেকে নন্দিত করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। খুব সহজেই যে তিনি এতটা সফলতা পেয়েছেন তা কিন্তু নয়। এর পেছনের গল্পে রয়েছে, প্রিয়াংকার অনেক ত্যাগ এবং পরিশ্রম।

হলিউডে পাড়ি জমানোর পর থেকেই তাকে ভারত-যুক্তরাষ্ট্র যাতায়াতে থাকতে হচ্ছে ব্যস্ত। এছাড়া বিভিন্ন অনুষ্ঠান, সিনেমা এবং টিভি সিরিজের শুটিং নিয়ে ব্যস্ততা তো আছেই। এরপরও তার ফিটনেস নিয়ে দেখা যায়নি কোনো সমস্যা।

অবশেষে তার ফিটনেস রহস্য জানালেন প্রিয়াঙ্কা। ‘গর্জিয়াস: ইট ওয়েল, লুক ওয়েল’ শিরোনামের একটি বইয়ে এসব রহস্য জানিয়েছেন সুপারহিট এ অভিনেত্রী। প্রিয়াংকা জানিয়েছেন, তার জীবনটাই একটি জিম এবং প্লেগ্রাউন্ড।

এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেছেন, ‘আমি প্রতিদিন বিশ্রাম ছাড়া অথবা অল্প কিছু সময় বিশ্রাম ব্যতীত ১৮ ঘণ্টাই কাজ করি। আমি কখনও বসে থাকি না। শুটিং সেট থেকে ট্রেইলার তৈরিসহ এক অনুষ্ঠান থেকে অন্য অনুষ্ঠানে দৌড়াদৌড়ি করি। ব্যায়ামের যে ঘাটতি আমার হয় তা আমি এইভাবেই পূরণ করার চেষ্টা করি। আমার জীবনটাই এক প্রকার জিম এবং প্লেগ্রাউন্ড।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.