প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল ২৯ ডিসেম্বর

ওয়ান নিউজঃ প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফল আগামী ২৯ ডিসেম্বর জানা যাবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বৃহস্পতিবার বলেন, ২৯ ডিসেম্বর সকাল পৌনে ১১টায় প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

এরপর দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন মন্ত্রী।

এবার প্রাথমিক ও ইবেতেদায়ি সমাপনীতে ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।

মন্ত্রীর সংবাদ সম্মেলনের পর থেকেই শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। এছাড়া যে কোনো মোবাইল থেকে এসএমএস করেও সমাপনী পরীক্ষার ফল জানা যাবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.