প্রাথমিকের শিক্ষক বদলি বন্ধ রাখার নির্দেশ

ওয়ান নিউজ ডেক্সঃ মহামারি করোনার প্রভাবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তাই এই সময় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে, সরকারি কলেজ ও হাইস্কুলেরর শিক্ষক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের বদলি অব্যাহত রয়েছে।

রবিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) খালেদ আহম্মেদ স্বাক্ষরিত এই আদেশ জারি করা হয়। অধিদপ্তরের আদশটি বিভাগীয় উপপরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়, কোভিড-১৯ দ্বারা সংক্রমণজনিত কারণে সারাদেশের প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। এ অবস্থায় শিক্ষকদের সবধরনের বদলি কার্যক্রম বন্ধ রাখা সমীচীন হবে। এমতাবস্থায় করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বদলি কার্যক্রম বন্ধ রাখার জন্য আদেশে অনুরোধ করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.