প্রবাসীকল্যাণ ব্যাংকে নিয়োগ
ওয়ান নিউজ ডেক্সঃ প্রকাশ : ০৯ জুন, ২০১৭
তরুণ প্রজন্মের পছন্দের চাকরির মধ্যে ব্যাংকিং সেক্টর শীর্ষে অবস্থান করছে। এর প্রধান কারণগুলো হল- ব্যাংকিং সেক্টরে কাজের ভালো পরিবেশ রয়েছে। বেতন কাঠামো ঈর্ষণীয়। বছরে বেশ কয়েকটি ইনসেনটিভ যা অন্য বহু প্রতিষ্ঠানে নেই। নিয়মমাফিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি। ব্যাংকারদের সামাজিক মর্যাদার পাশাপাশি রয়েছে চাকরি নিরাপত্তা এবং পেনশনের ব্যবস্থা। রয়েছে হাউস লোন, কার লোন। মোটকথা কেউ ব্যাংকে চাকরি পেলে তার অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত। রাষ্ট্রায়ত্ত, বিশেষায়িত ও বেসরকারি ব্যাংকগুলো প্রতিবছর প্রচুর জনবল নিয়োগ দিয়ে থাকে। এবার নতুনদের স্বপ্নের ব্যাংকিং ক্যারিয়ার গড়ার সুযোগ দিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রবাসীকল্যাণ ব্যাংক। ব্যাংকটি আট ধরনের পদে মোট ৬০ জনকে নিয়োগ দেবে। সম্প্রতি এ লক্ষ্যে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। নিয়োগ দেখভাল করছে যথারীতি ব্যাংকার্স সিলেকশন কমিটি। আগ্রহী হলেও আপনিও আবেদন করতে পারেন এসব পদে।
কোন পদে কতজন : প্রবাসীকল্যাণ ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসপিও-সমমান) পদে দুজন, প্রিন্সিপাল এক্সিকিউটিভ অফিসার (পিও-সমমান) পদে পাঁচজন, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার (পিও-সমমান) একজন, প্রোগ্রামার (পিও-সমমান) একজন, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (এসও-সমমান) ২০ জন, এক্সিকিউটিভ অফিসার সাধারণ (অফিসার-সমমান) পদে ৯ জন এবং এক্সিকিউটিভ অফিসার-ক্যাশ (অফিসার সমমান) পদে ২০ জনকে নিয়োগ দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আবেদনের যোগ্যতা : পদগুলোতে আবেদনের জন্য পদমর্যাদা অনুযায়ী স্নাতক থেকে স্নাতকোত্তর পাস পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এ ছাড়া প্রথম দুটি পদের জন্য প্রার্থীদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অথবা আইসিএমএ সনদপ্রাপ্ত হতে হবে। এ ছাড়া বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্যান্য ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : গত ১ মে, ২০১৭ অনুযায়ী বয়স নির্ধারিত হবে। অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে সর্বোচ্চ বয়স ৪৫ বছর এবং পরের তিনটি পদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। এ ছাড়া অন্যান্য পদের ক্ষেত্রে ওই তারিখে প্রার্থীদের বয়স হতে হবে ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন প্রক্রিয়া : আবেদন করতে কোনো টাকা-পয়সা লাগবে না। প্রথম দুটি পদের জন্য প্রার্থীদের নিজ হাতে লেখা আবেদনপত্র ‘মহাব্যবস্থাপক ও সদস্য সচিব, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়’ বরাবর সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। এ ছাড়া অন্যান্য পদে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ-সংক্রান্ত ওয়েবসাইট(erecruitment.bb.org.bd) থেকে অনলাইন অ্যাপ্লিকেশন ফরম পূরণ করে আবেদন করা যাবে। যথাযথভাবে আবেদনের জন্য বিজ্ঞপ্তি উল্লিখিত নিয়ম অনুসরণ করতে হবে। অনলাইনে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের (https://erecruitment.bb.org.bd) মাধ্যমে আবেদন করতে হবে। প্রায় সব রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকে আবেদনের একই নিয়ম। ১৫ নভেম্বর ২০০৯ বা পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের সিভি ব্যাংকে রেজিস্ট্রেশন করা থাকলে আবার নিবন্ধন করতে হবে না, সিভি আইডেন্টিফিকেশন নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করা যাবে। তবে নতুন আবেদনকারীদের আবেদনের আগে নিবন্ধন করতে হবে। প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম এসএসসি বা সমমানের সনদে যেভাবে লেখা আছে, অনলাইন ফরমে সেভাবে পূরণ করতে হবে। ফলাফলের ঘরে পরীক্ষা নিয়ন্ত্রকের প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ উল্লেখ করতে হবে। আপলোড করতে হবে ৬০০ বাই ৬০০ পিক্সেল ও সর্বোচ্চ ৮০ কিলোবাইটের ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেল ও সর্বোচ্চ ৬০ কিলোবাইটের স্বাক্ষরের স্ক্যান কপি। অনলাইনে আবেদন করার পর ট্র্যাকিং নম্বরযুক্ত ফরমটি সংরক্ষণ করতে হবে।
ডেটলাইন : এরই মধ্যে শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া। আবেদন করার সুযোগ থাকছে ১৫ জুন, ২০১৭ পর্যন্ত।
বেতন : নিয়োগপ্রাপ্তদের পদমর্যাদা অনুযায়ী প্রতি মাসে ১৬ হাজার থেকে ৬৯ হাজার ৮৫০ টাকা পর্যন্ত বেতন দেয়া হবে। প্রবাসীকল্যাণ ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসপিও-সমমান) পদে বেতন ৪৩ হাজার টাকা থেকে ৬৯ হাজার ৮৫০ টাকা, প্রিন্সিপাল এক্সিকিউটিভ অফিসার (পিও-সমমান), হার্ডওয়ার ইঞ্জিনিয়ার এবং প্রোগ্রামার পদে বেতন ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭০১০ টাকা, সহকারী প্রোগ্রামার ও সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পদে বেতন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা, এক্সিকিউটিভ অফিসার সাধারণ (অফিসার-সমমান) পদে এবং এক্সিকিউটিভ অফিসার-ক্যাশ (অফিসার সমমান) পদে বেতন ১৬ হাজার টাকা ৩৮৬৪০ টাকা স্কেলে।
নিয়োগ পরীক্ষা : প্রবাসীকল্যাণ ব্যাংকের এর আগের নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনুসন্ধানে জানা গেছে, টেকনিক্যাল পদ ছাড়া অন্য পদগুলোতে তিন ধরনের পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়ে থাকে। এগুলো হচ্ছে- বহুনির্বাচনী পরীক্ষা, লিখিত ও ভাইবা। এমসিকিউ ও রচনামূলক পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নিয়ে থাকে ব্যাংক কর্তৃপক্ষ। দুই বছর আগে নিয়োগ পাওয়া বর্তমানে প্রবাসীকল্যাণ ব্যাংকের টাঙ্গাইল কার্যালয়ে সিনিয়র অ্যাক্সিকিউটিভ অফিসার পদে কর্মরত শিহাব সঞ্চয় জানান, সিনিয়র অফিসার ও অফিসার পদের জন্য একই তারিখে একই প্রশ্নপত্রে পরীক্ষা হয়ে থাকে। এমসিকিউ ও লিখিত পরীক্ষা সাধারণত বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি), তথ্য-প্রযুক্তি, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বিষয়ে প্রশ্ন থাকে। বিগত বছরের পূবালী ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন অনুসরণ করলে এমসিকিউ ও লিখিত পরীক্ষায় ভালো করা যাবে।
পরীক্ষা প্রস্তুতি : ২০১৬ সালে পূবালী ব্যাংকে নিয়োগ পাওয়া বর্তমানে প্রধান কার্যালয়ে কর্মরত নাহিদা সুলতানা জানান, সব ব্যাংকেই সাধারণত একই পদ্ধতিতে প্রশ্ন হয়ে হয়ে থাকে। বহুনির্বাচনী পরীক্ষার বাংলা অংশে ব্যাকরণ এবং সাহিত্য থেকে প্রশ্ন করা হয়। সাহিত্যে কবি-সাহিত্যিকদের জীবনী, সাহিত্যকর্ম, বিভিন্ন কবিতার চরণ, উপন্যাস বা গল্পের চরিত্র থেকে প্রশ্ন আসতে পারে। ব্যাকরণ অংশে আসে বাগধারা, এক কথায় প্রকাশ, সন্ধিবিচ্ছেদ, সমাস, শব্দ, শুদ্ধ-অশুদ্ধ, সমার্থক, বিপরীতার্থক ও পারিভাষিক শব্দ।
পূবালী ব্যাংকের সাভার শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা নিশাত নূর জানান, ইংরেজি বিষযে Fill in the blanks, Sznonym, antonym, phrases and idioms, Tense, Correct Spelling, Sentence Correction, Analogy থেকে প্রশ্ন আসে এমসিকিউ অংশে। একটি বিভাগ থেকে কয়েকটি করে প্রশ্ন থাকতে পারে। সমসাময়িক ইস্যুতে যাদের জানাশোনা ভালো তারা লিখিত পরীক্ষায় রচনায় ভালো করেন।
সোনালী ব্যাংকের এক্সিকিউটিভ অফিসার সৌমিত্র সাহা বলেন, যে অঙ্ক ভালো পারে, ব্যাংক চাকরি তার জন্য। নিয়োগ পরীক্ষায় সে অন্যের চেয়ে এগিয়ে থাকে। তিনি জানান, যে কোনো ব্যাংকের পরীক্ষায় ভালো করতে হলে মাধ্যমিক পর্যায়ের ব আয়ত্তে থাকতে হবে। বিশেষ করে ঐকিক নিয়ম, শতকরা, পরিমাপ ও একক, সুদকষা, লাভ-ক্ষতি ও পরিমিতি বিষয়ে। এ ছাড়া লসাগু-গসাগু, বর্গ, সরল, মাননির্ণয় ও জ্যামিতিক সূত্র ও সংজ্ঞা তো আছেই।
সহায়ক বইপত্র : বিসিএসের প্রস্তুতি সহায়ক বই ব্যাংকের পরীক্ষায় অনেক কাজে আসবে। মাধ্যমিক পর্যায়ের বইয়ের পাশাপাশি বিভিন্ন প্রকাশনীর ব্যাংক রিক্রুটমেন্ট গাইড দেখতে পারেন। আইবিএ-এমবিএ ভর্তি গাইড, জিম্যাট অফিশিয়াল গণিত ও ইংরেজি উভয় বিষয়ের প্রস্তুতির জন্য দেখতে পারেন। সাধারণ জ্ঞানের জন্য মাসিক তথ্যভিত্তিক পত্রিকা, তথ্যপ্রযুক্তির জন্য এইচএসসি পর্যায়ের কম্পিউটার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বই বেশ সহায়ক হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.