প্রধানমন্ত্রীর কাছ থেকে আজীবন সম্মাননা নিলেন শাবানা

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে আজীবন সম্মাননা নিলেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা। তাকে সম্মাননা দেওয়ার ঘোষণা আসে বেশ আগেই। পুরস্কারের মঞ্চে শাবানা থাকবেন কিনা এ নিয়ে এতদিন গুঞ্জন ছিল। অবশেষে সম্মাননা গ্রহণ করলেন তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সোমবার বিকেলে সাড়ে ৪টায় বসেছে এ আসর। এবার ২৫টি বিভাগে পুরস্কার প্রদান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের মাঝে আসন গ্রহণ করেন শাবানা। তার পাশে আছেন জনপ্রিয় তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লা।

শাবানার পাশাপাশি অজীবন সম্মাননা পেয়েছেন ফেরদৌসী রহমান। এ সংগীতজ্ঞের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার পুত্রবধু সৈয়দা সাদিয়া আমির।

দেড় যুগ আগে সিনেমা থেকে বিদায় নেন শাবানা। স্থায়ী হন যুক্তরাষ্ট্রে। মাঝে মাঝে ঢাকায় এলেও প্রকাশ্যে আসেননি আর। তবে সাম্প্রতিক এ সফরে একাধিকবার প্রকাশ্য হয়েছেন তিনি। এমনকি স্বামীর জন্য নৌকা প্রতীকে ভোটও চেয়েছেন এ নায়িকা।

এবার জাতীয় পুরস্কার পাচ্ছেন- আজীবন সম্মাননায় চিত্রনায়িকা শাবানা ও সঙ্গীতজ্ঞ ফেরদৌসী রহমান। ‘বাপজানের বায়োস্কাপ’ ও ‘অনিল বাগচীর একদিন’ যুগ্মভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র, ‘একাত্তরের গণহত্যা ও বধ্যভূমি’ শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র, মো. রিয়াজুল মওলা রিজু এবং মোরশেদুল ইসলাম যুগ্মভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক, প্রধান চরিত্রে শাকিব খান ও মাহফুজ আহমেদ যুগ্মভাবে শ্রেষ্ঠ অভিনেতা ও জয়া আহসান শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার লাভ করছেন।

এ ছাড়া পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা গাজী রাকায়েত ও শ্রেষ্ঠ অভিনেত্রী তমা মির্জা, খল চরিত্রে শ্রেষ্ঠ ইরেশ যাকের, শ্রেষ্ঠ শিশুশিল্পী যারা যারিব পুরস্কার পাচ্ছেন।

শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার প্রমিয়া রহমান, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক সানী জুবায়ের, শ্রেষ্ঠ গায়ক যুগ্মভাবে সুবীর নন্দী ও এস আই টুটুল, শ্রেষ্ঠ গায়িকা প্রিয়াংকা গোপ, শ্রেষ্ঠ গীতিকার আমিরুল ইসলাম, শ্রেষ্ঠ সুরকার এস আই টুটুল, শ্রেষ্ঠ কাহিনীকার মাসুম রেজা, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার যুগ্মভাবে মাসুম রেজা ও মো. রিয়াজুল মওলা রিজু, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হুমায়ুন আহমেদ, শ্রেষ্ঠ সম্পাদক মেহেদী রনি, শ্রেষ্ঠ শিল্পনির্দেশক সামুরাই মারুফ, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান, শ্রেষ্ঠ শব্দগ্রাহক রতন কুমার পাল, শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা মুসকান সুমাইয়া, শ্রেষ্ঠ মেক-আপম্যান হিসেবে শফিক।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.