পাওনা টাকা চাইতে গিয়ে প্রান দিতে হলো আহমদ হোসেন কে

নাজমুল আলম ছিদ্দিকী, চকরিয়া

পাওনা টাকা চাইতে গিয়ে প্রান হারালো আহমদ হোসেন কে। ঘটনায় জানা যায় চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট ডুমখালী গ্রামের জাহের আহমদের পুত্র পাওনা টাকা চাইতে গেলে একই এলাকার ভেট্টু ওরফে ভেটকাইয়ার কাছে তার সাথে কথা কাটাকাটি একপর্যায়ে হাতাহাতি হলে  কোমর হতে ছুরি বের করে আহমদ হোসেন কে ছুরিকাঘাত করে এবং ঘটনা স্থলে মৃত্যুর কোলে ঢ়লে পড়ে আহমদ হোসেন । জাহের আহমদের পুত্র আহমদ হোসেন। স্থানীয় সুত্র জানা যায় এ ভুট্টো পিতা আলতাজ আহমদ যুবলীগের নেতা পরিচয়ে এলাকার বিভিন্ন অপরাধের করে বেড়ায়, চাঁদাবাজি জমি দখল, ড়াকাতি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত স্থানীয় জনতার সহয়তায় পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয় ঘাতক মোঃ ভুট্টো ওরফে ভেটকাইয়া ডাকাত।

এই সেই ঘাতক ভেট্টু

এ ব্যাপারে চকরিয়া থানার ওসি তদন্ত কামরুল আজম বলেন ‘হত্যাকান্ডের ঘটনায় ঘাতককে আটক করা হয়েছে এবং আটক ভেট্টুকে- চিকিৎসার জন্য চমেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.