মোজাম্মেল হক, গোয়ালন্দ (রাজবাড়ী):
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরে পদ্মা নদীতে বৃহস্পতিবার (৩ জুন) ভোর রাতে ঢালার চরের জেলে নুর আলমের জালে ৮ কেজি ওজনের একটি বিশাল আকৃতির ডাই মাছ ধরা পড়ে।
পরে মাছটি দৌলতদিয়া ঘাট বাইপাস সড়কের পাশে মোহন মন্ডলের আড়ৎ থেকে নিলামে (ওকশনে) স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. শাজাহান মাছটি কিনে নেয়। এ সময় বিশাল আকৃতির ডাই মাছটি এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়।
মাছ ব্যবসায়ী মো.শাজাহান জানান, এই ডাই মাছ সব সময় নদীতে পাওয়া যায় না ।
ডাই মাছ খুব দামী ও সুস্বাধু মাছ। সকালে মোহন মন্ডলের আড়ৎ থেকে ৮ কেজি ওজনের ডাই মাছটি প্রতি কেজি ২৮শ’ টাকা দরে ২২ হাজার ৪শ’ টাকা দিয়ে মাছটি কিনে নিয়েছি। পরে মাছটি ৩ হাজার টাকা কেজি দরে মোট ২৪ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর নিকট বিক্রি করে দিয়েছি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.