নিহত সাংবাদিক শিমুলের পরিবারকে আর্থিক সহায়তা করার সিদ্ধান্ত ঝিনাইদহ প্রেসক্লাবের

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ

সিরাজগঞ্জের শাহাজাদপুরে আওয়ামীলীগের পৌর মেয়রের গুলিতে নির্ভিক সাংবাদিক নিহত আব্দুল হাকিম শিমুলের পরিবারকে আর্থিক সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে ঝিনাইদহ প্রেসক্লাব। রোববার রাতে ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় নিহত নির্ভিক সাংবাদিক নিহত আব্দুল হাকিম শিমুলের হত্যার প্রতিবাদ জানিয়ে খুনিদের গ্রেফতার করে ফাঁসির দাবী জানানো হয়।

 

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানের সভাপতিত্বে সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি আসিফ ইকবাল কাজল, নির্বাহী কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক কালেরকন্ঠের এম সাইফুল মাবুদ, এনটিভি ও যুগান্তরের মিজানুর রহমান বাবুল, এটিএন বাংলার নিজাম জোয়ারদার বাবলু, ভোরের ডাকের আব্দুল হাই, মানবজমিনের আমিনুল ইসলাম লিটন, প্রেসক্লাবের সহ-সম্পাদক ফয়সাল আহম্মেদ, বাংলাবিশনের আসিফ ইকবাল মাখন, যমুনা টিভির নাসিম আনসারী বক্তব্য রাখেন।

 

সভা পরিচালনা করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এড শেখ সেলিম। সভায় প্রেসক্লাবের সদস্যদের কাছ থেকে উত্তোলনকৃত অর্থ নিহম শিমুলের পরিবারের কাছে পাঠানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.