নাম চূড়ান্ত করতে বৃহস্পতিবার আবার বসছে সার্চ কমিটি
ওয়ান নিউজঃ আগামীকাল বৃহস্পতিবার বিকেল চারটায় সার্চ কমিটির সদস্যরা নির্বাচন কমিশনের (ইসি) নাম চূড়ান্ত করতে আবার বৈঠকে বসছে। আজ বুধবার বেলা ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই মতবিনিময় শুরু হয়।শেষ হয় দুপুর সাড়ে ১২টার দিকে। অনুসন্ধান কমিটির সঙ্গে মতবিনিময় করে নিজেদের মতামত জানিয়েছেন চারজন বিশিষ্ট নাগরিক।
যে চারজন বিশিষ্ট নাগরিক অনুসন্ধান কমিটিতে মতামত জানিয়েছেন তাঁরা হলেন- সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনা, আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার ও ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম।
এর মধ্যে আজ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, বিশিষ্ট আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারোয়ার।
তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকাকে মুখ্য করে দেখছেন চার বিশিষ্ট নাগরিক। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে শারীরিক ও মানসিকভাবে সামর্থ্যবান একজনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে চান।
তারা বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়োগে পরামর্শ দিলেন চার বিশিষ্ট নাগরিক।যাদের অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় সামান্য ঘাটতি আছে, তাদেরকে নির্বাচন কমিশনারদের মতো সাংবিধানিক দায়িত্বে বসানো যাবে না। যারা দেশপ্রেম বুকে ধারণ করে, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা লালন করে তাদের হাতেই দায়িত্ব দেয়ার বিষয়ে সুপারিশ করতে হবে রাষ্ট্রপতির কাছে।
এর আগে, বুধবার বেলা সোয়া ১১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাইঞ্জে সার্চ কমিটির সঙ্গে বৈঠকে বসেন চার বিশিষ্ট নাগরিক।এর আগে বৈঠকে পাঁচ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকে বসার কথা থাকলেও এ তালিকা থেকে নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) আবদুর রশিদের নাম বাদ দিয়ে চারজনকে রাখা হয়েছিল।
গতকাল সন্ধ্যায় মন্ত্রিপরিষদ সচিবকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আবদুর রশিদের বিরুদ্ধে প্রতারণামূলক মামলা বিচারাধীন। এটা আমলে নেওয়া হবে কি না? জবাবে সচিব বলেন, অনুসন্ধান কমিটিকে এটা জানানো হবে। পরে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আবদুর রশিদের নামে মামলা থাকায় তাঁকে বাদ দেওয়া হয়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.