দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঢাকামুখি যাত্রীদের চাপ

মোজাম্মেল হক, গোয়ালন্দ(রাজবাড়ী) থেকে

পবিত্র ঈদুল ফিতর শেষে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরতে শুরু করেছে শত শত যাত্রী । সরকার ঘোষিত লকডাউনের চলাচল নিষেধাজ্ঞা থাকার পরও দৌলতদিয়া প্রান্তে ঢাকা মুখি মানুষের ঢল।

রোববার(১৬ মে) দুপুরে দৌলতদিয়া ফেরী ঘটে ঢাকা মুখি মানুষের ভির। ঘাট থেকে ছেড়ে যাওয়া প্রতিটি ফেরীতে পন্যবাহি ট্রাক ও জরুরী এ্যম্বলেন্স সহ শত শত যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটে যাচ্ছে আবার পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরীতে রয়েছে যাত্রীদের ভির। সামাজিক দুরুত্ব বা স্বাস্থ্যবিধি কোনটাই মানছে না যাত্রীরা । সরকার ঘোষিত লকডাউনে চলাচল নিষেধাজ্ঞার র্তকা না করে করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি নিয়েই দৌলতদিয়া পটুরিয়া নৌরুটে যাত্রীদের উপচে পড়া ভির।

ঢাকা মুখি যাত্রী মিথিলার সঙ্গে আলাপকালে জানান, পবিত্র ঈদুল ফিতরের একদিন আগে অতিরিক্তি ভাড়া দিয়ে মাগুরা গ্রামের বাড়ীতে সবার সাথে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে আজ আবার অতিরিক্ত ভাড়া দিয়ে ভেঙ্গে ভেঙ্গে ঢাকায় যাচ্ছি। আজ ঢাকায় না গেলে আমার চাকরি থাকবে না। আমি একটি বেসরকারী ফার্মে চাকরী করি। তাই করোনার সংক্রমনের ঝুকি মাথায় নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক ফিরোজ খান বলেন, ঘাটে ঢাকা মুখি যাত্রীদের প্রচন্ড চাপ রয়েছে তবে ছোট বড় মিলে ১৫ টি ফেরী চলাচল করছে। সেই সঙ্গে পন্যবাহী ট্রাক ও জরুরী সেবার এ্যম্বলেন্স গুলো যাত্রীদের সঙ্গে পারাপার করা হচ্ছে। আমরা প্রয়োজনে ওপার থেকে খালী ফেরী নিয়ে আসবো এ পারে যাতে করে যাত্রী বা যানবাহন পারা পারের কোন সমস্যা না হয় । দৌলতদিয়া প্রান্তে যাত্রী ও ছোট যানবাহনের কিছুটা চাপ রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.