দুই ছবিতে মৌসুমী

ওয়ান নিউজ বিনোদন ডেক্সঃ এর আগে কাজী হায়াতের পরিচালনায় বেশকিছু ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এগুলো দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘আম্মাজান’, ‘কষ্ট’, ‘বর্তমান’, ‘লুটতরাজ’, ‘ইতিহাস’। বেশির ভাগ ছবিতেই মৌসুমীর বিপরীতে অভিনয় করেছিলেন প্রয়াত চিত্রনায়ক মান্না। ফের একই পরিচালকের দুটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন মৌসুমী। এরইমধ্যে নায়িকার সঙ্গে পরিচালকের চূড়ান্ত কথাও হয়েছে। কাজী হায়াত বলেন, ‘আমার দুটি ছবিতে অভিনয় করবেন মৌসুমী। ‘ঘুম’ এর পর আমি ‘হোসনা বানুর জবানবন্দি’ শিরোনামের আরো একটি ছবির শুটিং শুরু করবো। এই ছবিতেও মৌসুমী থাকবে হোসনার চরিত্রে। তিনি ছাড়াও ছবিটিতে আরো বেশকিছু চমক থাকবে। আমার অন্যান্য ছবি থেকে একটু বেরিয়ে এসে ছবি দুটি নির্মাণ করতে যাচ্ছি। ‘ঘুম’-এ মৌসুমীর বিপরীতে অভিনয় করবেন কাজী মারুফ।’ এদিকে মৌসুমী এখন অভিনয় করছেন বদিউল আলম খোকনের পরিচালনায় ‘হারজিৎ’ ছবিতে। এতে তার বিপরীতে রয়েছেন ওমরসানী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.