তামিমের দুর্দান্ত সেঞ্চুরি
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃওপেনার তামিম ইকবাল প্রস্তুতি ম্যাচে শ্রীলংকা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন । শ্রীলঙ্কার মাটিতে ব্যাট হাতে রান পেয়েছেন মুমিনুল হকও। তামিমের সেঞ্চুরিতে শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২০৯ রান। তামিম ১০৩ এবং মুশফিকুর রহিম ১৩ রান নিয়ে ব্যাট করছেন।
অন্যদিকে ব্যর্থ হয়েছেন আরেক ওপেনার সৌম্য সরকার।
বৃহস্পতিবার দুই দিনের প্রস্তুতি ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যক্তিগত ৯ রান করে আউট হন সৌম্য সরকার।
তবে মুমিনুল হককে সঙ্গে নিয়ে দারুণ ব্যাট করেন তামিম। তাদের জুটিতে আসে ১৪৩ রান। এরপর ৭৩ রানে রিটায়ার্ড আউট হন মুমিনুল হক।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.