ডিসিসি মার্কেটে আগুন, ধসে পড়েছে ভবনের একাংশ
ওয়ান নিউজঃ রাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটে আগুন লেগেছে। এতে মার্কেটের কয়েকশ` দোকান পুড়ে গেছে। এছাড়া এই ঘটনায় দ্বিতল ওই ভবনের একাংশ ধসে পড়েছে।
সোমবার রাত ২টা ৩০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। মঙ্গলবার সকাল সোয়া ৮টা পর্যন্ত ধোয়ার কুণ্ডলি উড়তে দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯ ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস হেড কোয়াটারের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মদক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে দুইজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
ডিসিসি মার্কেটে ভেতর কসমেটিক্সের দোকান এবং সিলিন্ডার থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। ধোঁয়ার কারণে ফায়ারম্যানদের আগুন নিয়ন্ত্রণে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
তবে কীভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.